রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

টেকনাফে-কোস্ট-গার্ডের-অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৭

টেকনাফে-কোস্ট-গার্ডের-অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৭

 

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে ৩৫ হাজার পিস ইয়াবাসহ ৭ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে শাহপরীর দ্বীপের সাবরাং সৈকত এলাকার সমুদ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে কোস্টগার্ড পূর্ব জোন আওতাধীন বিসিজি আউটপোস্ট শাহপরীর দ্বীপের সাবরাং সৈকত এলাকার সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মায়ানমার থেকে অবৈধভাবে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট বাংলাদেশ সীমানায় ঢুকতে দেখা যায়। বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামতে সংকেত দিলেও সংকেত অমান্য করে তা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্টগার্ডের দলটি সাবরাং সমুদ্র এলাকা থেকে বোটটি জব্দ করে। পরে বোটে তল্লাশি চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবাসহ সাতজনকে আটক করা হয়।’

তিনি আরো জানান,আইনি ব্যবস্থা নিতে আটক সাতজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn