রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

টেকনাফের হ্নীলা পুরান বাজারে ৫০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারী আটক

টেকনাফের হ্নীলা পুরান বাজারে ৫০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারী আটক

কক্সবাজারের টেকনাফ হ্নীলায় ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল। এসময় একজন মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক কারবারী হলেন- উখিয়া থানাধীন ১৫ নং জামতলী রোহিঙ্গা ক্যাম্পের আবুল বাশারের ছেলে আয়াত উল্লাহ (২৪) (রোহিঙ্গা নাগরিক)।

টেকনাফের হ্নীলা পুরান বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে মজুত করে রেখেছে এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আয়াত উল্লাহ নামে উক্ত মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং তার আরও দুই সহযোগী পালিয়ে যায়। পরে তাদের হেফাজতে থাকা ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারী তার নাম-ঠিকানা প্রকাশসহ জানায় যে, সে এবং পলাতক অজ্ঞাত মাদক কারবারীদের পরস্পর যোগসাজশে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে মজুত করে রেখেছিল। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn