বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল, ওএসপি, এনইউপি, পিপিএম, পিএসসি।

গত ২০ মে শনিবার চবক চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল, ওএসপি, এনইউপি, পিপিএম, পিএসসি এর নেতৃত্বে বন্দরের সদস্য (প্রকৌশল) কমডোর মোহাম্মদ মাহবুবুর রহমান (ই), পিএসসি, বিএন, সদস্য (অর্থ)  মোহাম্মদ শহীদুল আলম (অতিরিক্ত সচিব), সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম. ফজলার রহমান (সি), বিএসপি, পিএসসি, বিএন, পরিচালক (প্রশাসন)  মোঃ মমিনুর রশিদ (উপ-সচিব), সচিব মোঃ ওমর ফারুকসহ চবক এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ এর সভাপতি ও সাধারন সম্পাদক গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অতঃপর মাজার জিয়ারত শেষে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn