শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

টাঙ্গাইল জেলা জেটেব কমিটি গঠিত: কালিহাতীর বেতডোবায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা

টাঙ্গাইল জেলা জেটেব কমিটি গঠিত: কালিহাতীর বেতডোবায় সাংবাদিক সম্মেলনে ঘোষণা

 

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)-এর টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছে। এ উপলক্ষে ২৩ মে বৃহস্পতিবার সকাল ১১টায় কালিহাতী সদরের বেতডোবায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার শের শাহ আলি সম্মেলনটি সঞ্চালনা করেন।

এসময় বক্তৃতা করেন কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক কৃষিবিদ অজিহুল্লাহ, টাঙ্গাইলের বিশিষ্ট ব্যবসায়ী মোফাজ্জল খান, কমিটির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, ইঞ্জিনিয়ার সঞ্জিত সাহা, এবং ইঞ্জিনিয়ার সুজন পাল প্রমুখ।

জেটেব কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল আলম এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ.বি.এম. রুহুল আমিন আকন্দের যৌথ স্বাক্ষরে এই ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ১৯ মে ২০২৫ তারিখে অনুমোদিত হয়। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৯০ দিন, যার মধ্যে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, টাঙ্গাইল জেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত উন্নয়ন ও সংগঠনের বিস্তারে এই কমিটি কার্যকর ভূমিকা রাখবে। তারা আরও বলেন, টেক্সটাইল প্রকৌশলীরা দেশের শিল্পায়নে একটি বড় ভূমিকা পালন করছেন, যা জাতীয় অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে কেন্দ্রীয় জেটেবসহ জেলার বিভিন্ন পর্যায়ের সদস্যরা অভিনন্দন জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn