সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠিত

টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠিত

 

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব)-এর টাঙ্গাইল জেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কেন্দ্রীয় জেটেব কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ.বি.এম. রুহুল আমিন আকন্দ এবং সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফখরুল আলমের যৌথ স্বাক্ষরে গত ১৯ মে ২০২৫ ইং তারিখে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ মাহফুজুর রহমান। সি. যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ইঞ্জিনিয়ার মল্লিক টিপুকে। ১নং যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন, অপর যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তপু পাল। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মোঃ শের শাহ আলি।

জেটেব কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই আহ্বায়ক কমিটির মেয়াদ ৯০ (নব্বই) দিন। এই সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করতে হবে।

নতুন নেতৃত্বে টাঙ্গাইল জেলার টেক্সটাইল ইঞ্জিনিয়াররা আরও সক্রিয় ও সংগঠিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে কেন্দ্রীয় জেটেব। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই কমিটি টেক্সটাইল প্রকৌশলীদের অধিকার রক্ষায় এবং পেশাগত উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে।

কমিটির সকল সদস্যকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn