শনিবার - ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির ছাত্র

টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির ছাত্র

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মো. আল আমিন (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলার কুলিয়া জামালপুর মসজিদ রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন ঘাটাইল উপজেলার খিলপাড়া গ্রামের বাসিন্দা এবং বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। সে মৃত মাহমুদ আলীর একমাত্র সন্তান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শেষ করে স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। ধাক্কায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় শিশুটি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান আবু ওবায়দা ও সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম হাসপাতালে ছুটে যান। প্রধান শিক্ষক বলেন, “পরীক্ষা শেষে আনন্দের সাথে বাড়ি ফিরছিল আল আমিন। মুহূর্তেই সব শেষ হয়ে গেল।”

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নিহতের পরিবার মামলা করতে আগ্রহী নয়। তাদের সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বেপরোয়া ব্যাটারিচালিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn