
টাঙ্গাইলের গোপালপুরে লিফলেট বিতরণ
সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন জিয়া মঞ্চের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।
রবিবার ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দোকানপাট এবং বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মোঃ মিল্টন, পৌর জিয়া মঞ্চের সভাপতি মোঃ জাহিদ মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সম্পাদক মোঃ নাজিম তালুকদার, মির্জাপুর ইউনিয়ন জিয়া মঞ্চের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম এবং সদস্য সচিব মোহাম্মদ শেখ ফরিদ ইসলাম। ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খঃ মাসুম, ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সিফাত। ১ নং ওয়ার্ড জিয়া মঞ্চের সভাপতি মোঃ আলিম, ৪ নং ওয়ার্ড সভাপতি আজিজ মিয়া, ৭ নং ওয়ার্ড সভাপতি সুমন, ৮ নং ওয়ার্ড সভাপতি ফরহাদ হোসেন, ৯ নং ওয়ার্ড সভাপতি কালাম মন্ডল ও আহবায়ক দীপু মিয়া বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত বক্তারা বলেন, ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন সম্পর্কে সাধারণ মানুষকে আমরা অবহিত করছি। আমরা শহর থেকে গ্রাম পর্যায়ে এই প্রচারণা চালাচ্ছি।