শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রী বেশে অপহরণচক্রের সদস্য গ্রেফতার : ভিকটিম উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রী বেশে অপহরণচক্রের সদস্য গ্রেফতার : ভিকটিম উদ্ধার

 

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় যাত্রী বেশে প্রাইভেট কারে লোক উঠিয়ে অপহরণ করে মুক্তিপণের টাকা আদায়ের একটি চক্রের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় মির্জাপুর থানার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই অপহরণকারী চক্রের সদস্যকে আটক করা হয়। অপর ড্রাইভার সহ দুইজন পালিয়ে যায়। তদন্তের সার্থে তাদের ঠিকানা গোপন রাখে পুলিশ।

অভিযানের বিবরণঃ
কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া জানান, অপহরণের পর ভিকটিমের পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে ২৫,০০০ টাকা মুক্তিপণ আদায় করা হয়। বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করার সময় প্রযুক্তির সাহায্যে অপরাধীর অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযানে গিয়ে মোঃ ইউনুস আলী (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউনুস লালমনিরহাট জেলার আদিতমারী থানার সারপুকুর সর্দারটারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।

অভিযানের সময় অপহৃত ভিকটিম মোঃ হাসানকে উদ্ধার করা হয়। তার এটিএম কার্ড ও বিকাশে পাঠানো ২৫,০০০ টাকাও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভিকটিম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হাট কয়রা গ্রামের বাসিন্দা।

মামলা ও অভিযানে নেতৃত্ব:
এ ঘটনায় কালিহাতী উপজেলার দশকিয়া মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ সাকিব আল হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে রুজু করা হয় (মামলা নং ১৫)। অভিযানে নেতৃত্ব দেন কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া। তার সঙ্গে ছিলেন এসআই ইমাম হোসেন, এএসআই রেজাউল, হারুন অর রশিদ ও শহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।

জনসাধারণের প্রতিক্রিয়া:
পুলিশের এমন সফল অভিযানে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছে। তারা এই অভিযানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীলতার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

পুলিশের সাফল্যের গল্প:
এই অভিযান প্রমাণ করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রযুক্তির সদ্ব্যবহার করে অপরাধ নিয়ন্ত্রণে কতটা দক্ষ। অপহরণচক্রের এই সদস্যকে গ্রেফতারের মাধ্যমে কালিহাতী থানা পুলিশ তাদের পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn