
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।
শনিবার সকাল ৯টায় টঙ্গীর দত্তপাড়া এলাকার মহাসড়কে অবস্থান নেয় শত শত শ্রমিক। ফলে ওই মহাসড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।এদিকে মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে অফিসগামী মানুষ এবং পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের কারখানাটির প্রায় ১ হাজার ৫০০ জন শ্রমিক গত এপ্রিল ও চলতি মে মাসের মাসের বকেয়া বেতন, শ্রমের অতিরিক্ত মজুরি (ওভারটাইম) ও ঈদুল আজহার বোনাসের টাকা পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানায় কারখানা কর্তৃপক্ষের কাছে। তবে কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।
শ্রমিকদের আন্দোলনের খবরে ঘটনাস্থলে ছুটে যান, শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। মালিক কতৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবি ও তাঁদের বেতন আদায়ের সহযোগিতার আশ্বাস দেন। আশ্বাস পেয়ে সকাল ১০টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।