শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

ঝুম ঝুম বৃষ্টি

ঝুম ঝুম বৃষ্টি
শবনম ফেরদৌসী

শ্রবণের শেষে ঝুৃম ঝুম বৃষ্টি
ঘর বাড়ি ডুবে হলো জলাবদ্ধতার সৃষ্টি

নেই কোন জনবল, নেই ধনবল
আছে শুধু হায়েনার ছোবল।
অসহায় কে সহায়তা দিতে আসেনা কোন সজন।

বাবা হারা মা হারা এতিমের সংসার
আল্লাহ উপর নির্ভর করে বেঁচে আছি এখন।

কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঈশ্বর থাকেন ঐ ভদ্র পল্লীতে।

পথ ভুলে আসে যদি আসহায়ের দুয়ারে,
দরজা পানে তাকিয়ে থাকি, ঈশ্বরের হাত এসে পড়বে মাথায় যখন।
সমস্ত দূরদশা পালিয়ে যাবে তখন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn