বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ঝিনাইদহ মহেশপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতি

ঝিনাইদহ মহেশপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতি

 

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাস্তায় গাছ ফেলে দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার (১লা ডিসেম্বর) ভোরে খালিশপুর-জীবননগর মহাসড়কের তুষার সিরামিকের পাশে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদলের ছুরিকাঘাতে কাভার্ড ভ্যানের চালক আকাশ ও হেলপার জুয়েল গুরুতর আহত হন। স্থানীয়রা জানায়, রোববার ভোর ৪টার দিকে খালিশপুর-জীবননগর মহাসড়কের ওই স্থানে ডাকাতদল ডাকাতি করার জন্য রাস্তায় গাছ কেটে ফেলে রাখে। এ সময় নতুন মোটরসাইকেল বহনকারী একটি কাভার্ডভ্যান ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উল্টে যায়। পরে ডাকাতদলের সদস্যরা গাড়িতে থাকা নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা জানান, খালিশপুর-জীবননগর মহাসড়কের তুষার সিরামিকের পাশে ডাকাতির ঘটনা শোনার সাথে সাথে সেখানে পুলিশ উপস্থিত হয় এবং আহতদেরকে উদ্ধার করে প্রথমে মহেশপুর ও পরে যশোর হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি ডাকাতি মামলা হয়েছে। ডাকাতদের ধরতে বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালাচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn