শনিবার - ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঝিকরগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবসের অবস্থান কর্মসূচি

তামাক নয়, খাদ্য ফলান এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বিশ্ব তামাকমুক্ত দিবসের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ তামাক বিরোধী জোট, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট, পল্লী প্রগতি সংস্থা, পেন ফাউন্ডেশন, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, স্বজন চক্র ও বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমীর আয়োজনে তামাকের কর, ই-সিগারেট নিষিদ্ধ করণ ও তামাক চাষ নিয়ন্ত্রণের দাবীর কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রশিদুল আলম।

সোমবার (২৯ মে) সকাল সাড়ে ১০টার সময় উপজেলা মোড়ের এই আয়োজনে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর মোক্তার হোসেন, পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমীর শিক্ষক সাজ্জাদ হোসেন রিপনসহ আরও অনেকে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn