বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু

সিরাজগঞ্জের এনায়েতপুরে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে কোদালের আঘাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল ২৭ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপরেখীতে এ ঘটনা ঘটে। নিহতের নাম আশরাফ আলী (৬০)। তিনি ওই এলাকার মৃত পানা উল্লাহর ছেলে।
নিহতের স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে রোববার সন্ধ্যা ৭টার দিকে দুই ভাই মুছা ও হারুনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ঝগড়া শুরু হয়। তখন তাদের বাবা আশরাফ আলী ও মা ঠেকাতে যায়। এ সময় বড় ছেলে মুছার কোদালের আঘাতে ঘটনাস্থলেই আশরাফ আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিহতের লাশ উদ্ধার করে এবং দুই ছেলেকে আটক করে।
এনায়েতপুর থানার ওসি আনিসুর রহমান বলেন, ঘটনা পর পরই দুই ছেলেকে আটক করেছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn