শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

জোর পূর্বক মার্কেট দখল : ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

চট্টগ্রামের রেয়াজউদ্দীন বাজারস্থ প্যারামাউন্ট সিটির মালিক কর্তৃক মারধর ও অবৈধ দোকান দখল মামলায় অভিযুক্ত আবদুল করিমসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছে আদালত।রবিবার (২ জুলাই) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী ও বিচারিক আদালত নং ১ চট্টগ্রাম এর বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব এই আদেশ দিয়েছেন।
যাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা আদেশ দিয়েছেন তারা হলেন- কোতোয়ালী থানাধীন রেয়াজউদ্দীন বাজারস্থ প্যারামাউন্ট সিটির হাজী মহিউদ্দিন এর পুত্র আবদুল করিম (৭৭), বদিউর রহমান এর পুত্র ছালেহ আহমদ সুলেমান (৬৪), বদি আলম এর পুত্র নওশাদ আলম (৩৮), আবদুল আলিম এর পুত্র আবদুল খালেক (৫২)।
মামলার বাদীপক্ষের আইনজীবী মানবাধিকার নেতা এডভোকেট মো. জাফর হায়দার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, বিগত ২০২২ সালের ৫ অক্টোবর সকাল ৮টা হতে ৯টা কোতোয়ালী থানাধীন স্টেশন রোডস্থ প্যারামাউন্ট সিটি মার্কেট এর ৭ম, ৮ম ও ৯ম তলায় বাদী ও তার সহ অংশীদারগণের অস্থায়ী ভাড়াটিয়াগণের ব্যাচেলর কক্ষ সমূহে অভিযুক্তরা পরিকল্পিতভাবে আর্থিক ও সম্পত্তি লাভের আশায় বেআইনীভাবে বাদীর মালিকানাধীন দোকান/ অফিস ঘরে অবৈধ প্রবেশ, কর্মচারীদের মারধর করত: নির্জন কক্ষে আটক, ভাড়াটিয়াদের জোর পূর্বক বের করে দেয়া এবং অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা চুরি করতে প্রত্যক্ষ সহযোগিতা করেছে।
উক্ত অভিযোগে রেয়াজউদ্দীন বাজারস্থ ব্যবসায়ী কাজী লিয়াকত আলীর পুত্র কাজী মাহমুদুল হক বাদী হয়ে বিগত ২০২২ সালের ১০ অক্টোবর বিজ্ঞ আদালত মামলা রুজু করেন উক্ত মামলায় পিবিআই চট্টগ্রাম দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করেন। মামলার পরবর্তী তারিখ আগামী ৩০ জুলাই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn