সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান, সেবা পেলো ৭ শতাধিক রোগী

সুপরিসরে নিজস্ব ভূমিতে আধুনিক সেবা প্রদানের লক্ষ্যে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ‘ জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার প্রাইভেট লিমিটেডে ‘র বহিঃবিভাগের যাত্রা শুরুর ৬ মাসের ব্যবধানে ২ বার ফ্রি চিকিৎসা সেবার আয়োজন করে। এসব ফ্রি চিকিৎসা সেবায় উপকৃত হয় প্রায় দুই সহস্রাধিক হতদরিদ্র মানুষ। চিকিৎসা সেবার পাশাপাশি আরও প্রদান করা হয় বিনামূল্যে ওষুধ এবং পরীক্ষা নিরীক্ষায় বিশেষ সুবিধা। ২২ জুলাই ২০২৩ খৃ. শনিবার ‘ জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার প্রাইভেট লিমিটেড ‘ ও ‘ ফেনী চক্ষু হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টার ‘ এর যৌথ উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও চক্ষু শিবির এর আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করে দ্বীন এম রানা ফাউন্ডেশনে এবং ক্যাম্পেইন চলাকালীন পরিদর্শন করেন মীরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াবেটিক সেন্টার প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান নুরুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ নিজামী, ভাইস চেয়ারম্যান জমির উদ্দিন, কোম্পানী সচীব আবু নাছির, নির্বাহী সদস্য আনোয়ারুল আজিম নছর, হুমায়ুন কাদির, সেখ তায়িমুর রহমান, পরিচালক আবুল হাসেম ভূঁইয়া, ইউসুফ এয়াছিন, আলা উদ্দিন, মাওলানা জহির উদ্দিন, হাজী নুর মোহাম্মদ, মাওলানা কফিল উদ্দিন, শেখ নুরুল আবছার, জাহাঙ্গীর আলম প্রমুখ। উক্ত ফ্রী চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পেইনে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন বাত-ব্যাথা, হাড় ভাঙ্গা-জোড়া, জয়েন্ট মেডিসিন ও ডায়াবেটিস রোগের চিকিৎসক ডা. আবু সালেহ মোহাম্মদ সালা উদ্দিন চৌধুরী, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. গৌরব সাহা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. রঞ্জন কুমার সিনহা, মেডিসিন, হৃদরোগ ও বাতজ¦র বিশেষজ্ঞ ডা. জয়নুল আবেদীন, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. এরশাদ উল্ল্যাহ, প্রসূতি, স্ত্রী ও মা-শিশু রোগে অভিজ্ঞ ডা. আফরিনা বিনতে জামান। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, কোরিয়া, জাপান ও জার্মানি থেকে আমদানি করা মেশিনে নির্ভুল রিপোর্ট প্রদানের মাধ্যমে সঠিক স্বাস্থ্য সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়েই এই হাসপাতালের পথচলা। এখানে এমন কিছু পরীক্ষা নিরিক্ষার ব্যবস্থা রয়েছে যেসব পরীক্ষা নিরিক্ষা করতে ফেনী, চট্টগ্রাম কিংবা ঢাকায় যেতে হয় এখানকার বাসিন্দাদের। তাই যেসব বাসিন্দাদের হাতের নাগালে পরীক্ষা নিরীক্ষার সুযোগ করে দিচ্ছে এই হাসপাতাল। তম্মধ্যে অন্যতম ৫০০ এম.এ. এক্স-রে ডিজিটাল এক্স-রে (ডিআর), ডেন্টাল এক্স-রে (ওপিজি), কম্পিউটারাইজড হেমাটোলজি এনালাইজার, হিস্টোপ্যাথলজি, ভিটামিন-ডি, ডিজিটাল হরমোন এনালাইজার, কম্পিউটারাইজড বায়োকেমিষ্ট্রি, কম্পিউটারাইজড মাইক্রোবায়োলজী ও কসমেটিক খৎনা। এছাড়া যথারীতি অন্যান্য পরীক্ষা নিরিক্ষারও সেবা মিলবে এখানে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn