বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

জেলা প্রশাসনকে পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সাধুবাদ

সম্প্রতি চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন বেলতলীঘোনা এলাকায় অভিযান চালিয়ে পাহাড় কেটে নির্মিত ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ জন্য প্রশাসনকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম।
গতকাল ১১ জুলাই অনুষ্ঠিত পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সাপ্তাহিক সভায় এ প্রসঙ্গে আলোচনা করা হয়। এসময় প্রশাসনের উপরোক্ত কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন সংগঠনের সদস্যবৃন্দ। পাহাড় কাটা রোধে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় একমত পোষণ করা হয়।
সভার সিদ্ধান্ত অনুসারে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে পাঠানো এক অভিনন্দন বার্তায় সংগঠনের সভাপতি প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান ও সম্পাদক স্থপতি জেরিনা হোসেন বলেন, এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় জেলা প্রশাসনকে ফোরামের পক্ষ থেকে সাধুবাদ জানাই। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করছি।
উল্লেখ্য, চট্টগ্রামের পাহাড় কাটাসহ নানান নাগরিক সমস্যা ও অনিয়মের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব ভূমিকা পালন করে আসছে পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn