শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

জেলাব্যাপী জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো কোটালীপাড়া

জেলাব্যাপী জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো কোটালীপাড়া

 

“তারুণ্যের উৎসব- ২০২৫ ইং উদযাপন উপলক্ষে জেলাব্যাপী ৬ দলীয় অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা ব্যাপী গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৪ জানুয়ারি) গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রতিযোগীতার ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামানের তত্ত্বাবধানে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস।

ফাইনাল প্রতিযোগীতায় খেলা গোলশূন্য থাকায় টাইব্রেকারের মাধ্যমে কোটালীপাড়া উপজেলা একাদশ (৫-৪) গোলের ব্যবধানে গোপালগঞ্জ সদর উপজেলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কোটালীপাড়া উপজেলা।

পুরস্কার বিতরন শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি আয়োজন সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

অনুষ্ঠানে বিভিন্ন বক্তরা বলেন, খেলাধুলা আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য গঠন সহ সুস্থ রাখার ভুমিকা রাখে। জাতীয় পর্যায়ে এই আয়োজন তরুন সমাজের দেশ গঠনে ভূমিকা রাখবে এবং একটা নুতন সমাজ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ গোলামকবির, জেলার নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক, জেলা ক্রীড়া অফিসার মো. শাহীন সুলতান রাজা,

এছাড়াও গতকাল বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানের সময় কোটালীপাড়া উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত প্রমুখ এবং আজ ফাইনাল ম্যাচে ম্যানেজার ছিলেন কোটালীপাড়া শেখ লুতফর রহমান আদর্শ সরকারি কলেজের সহকারী অধ্যাপক অমিও বিশ্বাস, কোচ হিসাবে ছিলেন বর্ষাপাড়া গ্রামের খ্যাতিমান খেলোয়ার সিরাজুল হক এবং কোটালীপাড়া উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে ছিলেন বিজন বিহারী সেন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn