গত ২৫ইং মার্চ ২০২৩ খ্রী রোজ: শনিবার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট-এর পাঠদান অনুমোদন সংক্রান্ত বিষয়ের আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট ও জীনামেজু অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত নন্দমালা মহাথেরো, প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পন্ডিত প্রফেসর ড. জিনবোধি মহাথেরো, বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা বাবু উচিৎ মং, বিশেষ অতিথি ছিলেন মাতামূহৃয়ী কলেজ প্রভাষক অং থিং, বান্দরবান উপজেলাধীন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোস্তাফা জামাল, চেয়ারম্যান রাংলাই ম্রো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক জে. বি.এস আনন্দবোধি থেরো, বান্দরবান লামা গজালিয়া ইউ.পি.চেয়ারম্যান বাবু বাথোয়াই চিং মার্মা, পল্লী সঞ্চয় ব্যাংক ফিল্ড অফিসার অংক্যলা মার্মা, জাপান প্রকল্প থোয়াই লা খাইন, রেচা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরী মার্মা, টেকনিক্যাল স্কুল সহকারী শিক্ষক বশির উদ্দিন, সুপারিন্টেডেন মংছা মার্মা, ভূমি দাতা জনাব মো: জসিম উদ্দিন, ভূমি দাতা জনাব মো: মাহাববুব রহমান, ২৮৫ নং সাঙ্গু মৌজা হেডম্যান চম্পা ম্রো, সাংবাদিক বিকাশ, সাংবাদিক বালা ভিশন, বান্দরবান লামা ইয়াংছা বিশিষ্ট সমাজ সেবক হ্লাথোয়াই মার্মা, টেকনিক্যাল স্কুল সহকারী শিক্ষক বশির উদ্দিন, উপস্থাপনায় ছিলেন জীনামেজু অনাথ আশ্রমের সাধারণ সম্পাদক জাওয়ানা ভিক্ষু ও জীনামেজু টেকনিক্যাল ইন্সটিটিউট-এর সদস্যসচিব উথোয়াইঅং রাখাইন।আরো উপস্থিত ছিলেন কবি মাদল বড়ুয়া ও তৎসহধর্মিনী পুরবী বড়ুয়া।
বক্তারা বলেন, অনাথ আশ্রমে সাহায্য সহযোগিতা করতে পারা অতি উত্তম ও মঙ্গল জনক কাজ। এ ধরনের কর্মকান্ডের নিজেকে নিয়োজিত রাখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। অনুষ্ঠান শেষে সবাইকে শিক্ষা সামগ্রী ও খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।