রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

জিয়া মঞ্চের আকবরশাহ থানা কমিটির আহবায়ক জামশেদ, সদস্য সচিব আজাদ

জিয়া মঞ্চের আকবরশাহ থানা কমিটির আহবায়ক জামশেদ, সদস্য সচিব আজাদ

জিয়া মঞ্চের চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. জামশেদ হোসেনকে আহ্বায়ক ও মো. আজাদ কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন ও সদস্য পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৯ নভেম্বর) শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন টেনেসপাওয়ারের মোড় সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৯ নং পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়ে জিয়া মঞ্চের আকবরশাহ থানার এ আহবায়ক কমিটির অনুমোদন ও সদস্য পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
নব গঠিত ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন ও পরিচিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতা শামসুদ্দিন সামসু, খুলশী থানা ছাত্রদলের সাবেক নেতা ও যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির রাব্বি, জিয়া মঞ্চের চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ন সম্পাদক মোহাম্মদ সানজিত আরজু, টিপু, শরিফ, মো: সেলিম, মো: জাকির হোসেনসহ জিয়া মঞ্চের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের সভাপতি জহিরুল হাসান জীবন নব গঠিত কমিটির অনুমোদন ও সদস্য পরিচিতি সভায় তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম একটা অঙ্গ সংগঠন এ জিয়া মঞ্চ।
জিয়া মঞ্চ নামের এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৮৩ সালে। এখন পর্যন্ত সারা বাংলাদেশ ৫৯ জেলায় জিয়া মঞ্চের কমিটি রয়েছে।
তিনি আরো বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৭ বছরে আমরা অনেক মিথ্যা মামলা- হামলা শিকার হয়েছি।
আর যেন আমাদের ওপরে কোন হামলা-মামলা না দিতে পারে সে লক্ষ্যে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জিয়া মঞ্চ নামে এই সংগঠনকে যেন সবাই চিনে সেই লক্ষ্যে আমাদের প্রত্যেক সদস্যকে অক্লান্ত পরিশ্রমের দ্বারা বাংলাদেশের আনাচে কানাচে জিয়া মঞ্চের নাম ছড়িয়ে দিতে হবে।
এরপর তিনি নব গঠিত আহবায়ক কমিটির অনুমোদন ঘোষণা করে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।
এরপর জিয়া মঞ্চের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক কে এম শাহিনুর সিদ্দিকী (টিটু) ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটির সকলের নাম ঘোষণা করেন।
এর আগে কাউন্সিলরের কার্যালয়ের সামনে থেকে জিয়ে মঞ্চের নব গঠিত কমিটির কর্তৃক বিশাল একটা মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে এসে শেষ হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn