
চট্টগ্রামে তিন লাখ টাকা মূল্যমানের জালনোটসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল ৩১ আগস্ট দুপুরে নগরীর স্টেশন রোড ও আইস ফ্যাক্টরি রোড এলাকা চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের একটি টিম তাদের গ্রেফতার করে।
গ্রেফতার হলেন কক্সবাজার জেলার সদর থানাধীন দক্ষিণ রুমালিয়ার ছড়া গ্রামের আজিমুল্লাহর ছেলে মো. গিয়াস উদ্দিন (২৭) এবং চট্টগ্রামের আনোয়ারা থানাধীন রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষীর হাট এলাকার মো. নুরুল হক চৌধুরীর ছেলে মো. শহীদুল হক চৌধুরী ওরফে শাহীন (৩৫)।
সিএমপির গোয়েন্দা (উত্তর দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর স্টেশন রোডের হোটেল সৈকতের সামনে থেকে তিন লাখ টাকা মূল্যমানের জালনোটসহ গিয়াসকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দুপুরে দেড়টার দিকে সদরঘাট থানাধীন আইস ফ্যাক্টরি রোডের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জালনোট তৈরির প্রিন্টারসহ মূলহোতা শাহীনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন থেকে তারা স্থানীয় লোকজনের মাঝে জালনোট ব্যবহার করে আসছিল। তাছাড়া ইয়াবা কেনাবেচাতেও এসব জালনোট তারা ব্যবহার করেন। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।