রবিবার - ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

জায়গা-জমি নিয়ে হামলার অভিযোগ আমিলাইষে মানববন্ধন অনুষ্ঠিত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৫নং আমিলাইষ ইউনিয়নের দক্ষিণ আমিলাইষ ৬নং ওয়ার্ডে সাতকনিয়া কোর্টে বিচারাধীন বিষয় নিয়ে পারিবারিক জায়গা জমি নিয়ে বিরোধ জের ধরে বাড়িতে হামলা, গাছ কেটে নেওয়া, স্বর্ণালংকার লুটের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১৭ জুন শনিবার দক্ষিণ আমিলাইষ হামলায় আহত আব্দুল গফুরের বাড়ি সংলগ্ন রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে হামলায় আহত আব্দুল গফুর বলেন, গত বৃহস্পতিবার দুপুর দেড় টার সময় অভিযুক্তরা আমাদের ওপর হামলা করে এসময় আমার এক ভাইপো সাজ্জাদের মাথায় আঘাত পেয়েছে। আমি ও তাদের হামলায় রক্তাক্ত হয়েছি। এছাড়াও মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। কবলা ও সিগনিছার জালিয়াতি করে তারা এসব কর্মকাÐ চালিয়ে যাচ্ছে। আমি এব্যাপারে সাতকানিয়া কোর্টে অভিযোগ দায়ের করেছি। আমি এঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। মানববন্ধনে উপস্থিত ছিলেন আব্দুল গফুর, শামসু, মাহবু, হামিদা, হাছিনাসহ পরিবারের সদস্যবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn