জামালপুরে সদর উপজেলার নান্দিনা এলাকায় ট্রেন কাটাপড়ে দুই সন্তানের জনক সোহাগ (৩৫) নামে এক দোকান কর্মচারি মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগের বাড়ী সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামে। সে ওই গ্রামের জমশেদ আলীর পুত্র।
স্থানীয়রা জানায়, সোহাগ নিজবাড়ীর সংলগ্ম ঢাকা থেকে আন্ত:নগর একতা এক্সপ্রেক্স ট্রেনে কাটা পড়ে নিহত হয়। কি কারণে সে ট্রেনে কাটাপড়ে মারা গেলো তার সঠিক কারণ জানা যায়নি। খবর পেয়ে রোববার(৭ মে) ভোরে জামালপুর জিআরপি থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে।
Post Views: ৪৯