শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

জাতীয় হিন্দু মহাজোটের কালিহাতী উপজেলা শাখার সভাপতি পুলক ভৌমিক পরলোক গমন

জাতীয় হিন্দু মহাজোটের কালিহাতী উপজেলা শাখার সভাপতি পুলক ভৌমিক পরলোক গমন

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি পুলক ভৌমিক পরলোক গমন করেছেন। তিনি বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

পুলক ভৌমিকের জন্ম কালিহাতী উপজেলার শীতলপুর গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে কালিহাতী পৌরসভায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তাঁর শেষকৃত্য কালিহাতীর সালেংকা মহাশ্মশানে সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে জাতীয় হিন্দু মহাজোটের প্রতিষ্ঠাতা মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গভীর শোক প্রকাশ করেছেন।

টাঙ্গাইল জেলা জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি বিপ্লব দত্ত পল্টন প্রমূখ। পৃথকভাবে শোকবার্তা জানিয়ে তাঁর স্মরণে প্রার্থনার ব্যবস্থা করেন।

পুলক ভৌমিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn