
ঢাকা ১৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট রাজনীতি, বিশিষ্ট শিল্পপতি অদীপ গ্রুপের চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দৈনিক আনন্দ বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক জে. বি. এস আনন্দবোধি ভিক্ষু ।
এসময় দৈনিক আনন্দ বার্তা পত্রিকা সম্পাদক জে.বি.এস আনন্দবোধি ভিক্ষু দয়াল কুমার বড়ুয়ার হাতে দৈনিক আনন্দ বার্তা পত্রিকা সৌজন্য কপি তোলে দেন।
মতবিনিময়কালে পত্রিকার প্রকাশনার সার্বিক বিষয়ে আলোচনা করেন এবং দৈনিক আনন্দ বার্তা পত্রিকার সকল পাঠক,লেখক ও কলাকৌশলদের শুভেচ্ছা জানান এবং পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন দয়াল কুমার বড়ুয়া।
Post Views: ২২০