রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পেলেন ড.  খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও পেলেন ড.  খলিলুর রহমান

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় রোহিঙ্গা সমস্যার সমাধান বিষয়ে হাই রিপ্রেজেন্টেটিভ ডঃ খলিলুর রহমানকে নতুন দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে তার পদবি হবে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’। এর পাশাপাশি, তিনি প্রধান উপদেষ্টা ইউনূসকে প্রতিরক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত দায়িত্বে সহায়তা করবেন। গত বুধবার (৯ এপ্রিল) অন্তর্বর্তী মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন।
প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিযুক্ত ড. খলিলুর রহমানের পদবি পরিবর্তন করে এখন থেকে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ’ হিসেবে বিবেচিত হবেন।এ ব্যাপারে নিউজাসীতে বসবাসরত সাংবাদিক ও কলামিস্ট মোঃ নাসির মনে করেন ডঃ খলিলুর রহমান তিনি একজন দক্ষ কূটনীতিক সমাজকর্মী, কিন্তু তিনি একজন প্রতিভাবান ব্যক্তি ।খবর বাপসনিউজ ।

একইসঙ্গে তিনি প্রধান উপদেষ্টাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত বিষয়েও সহায়তা করবেন বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর ২০২৪, ড. খলিলুর রহমানকে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn