শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

 

আজ ১২ জানুয়ারি রবিবার বাদে আছর বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এক দোয়া মাহফিল নাসিমন ভবন দলীয় কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগে শ্রমের সভাপতি আলহাজ্ব এ এম নাজিমুদ্দিনের সভাপতিত্বে কাজী শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দলীয় কার্যালয়ের মসজিদের ইমাম হাফেজ শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনের সম্পাদক স ম জামাল উদ্দিন, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তাহের আহমদ, তসলিম উদ্দিন সেলিম, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ—সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, মোতালেব চৌধুরী, জামাল উদ্দিন, শাহনেওয়াজ চৌধুরী, সিনিয়র যুগ্ন সম্পাদক আব্দুল বাতেন, যুগ্ম সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, মহিলা বিষয় সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস বিথি, কাজী আফসার, ডা. মহসিন খান তরুন, মোরশেদ আলী, আজিজুদ্দিন মিন্টু, মুজিবুর রহমান, আবুল কালাম আজাদ, আবু তৈয়ব, মামুনুর রশিদ মামুন, আজিজুর রহমান, দেলোয়ার হোসেন, আব্দুর রউফ, অপু সিং, আবুল কাশেম, রফিক উদ্দিন জসিম, মিজানুর রহমান, মো. সাইফুল আলম, মোহাম্মদ রুবেল, আফতাব উদ্দিন, মো. মনির, ফরিদ উদ্দীন, আব্দুল লতিফ প্রমুখ। এ সময় সভাপতি সংক্ষিপ্ত আলোচনায় তার বক্তব্য বলেন, স্বৈরাচারী হাসিনা এক কাপড়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যিনি বেগম খালেদা জিয়াকে চিকিৎসা করতে দেন নাই। তাকে রোগে শোকে নির্যাতন করে হত্যা করতে চেয়েছিলেন। আজকে সে দেশ ছেড়ে পালিয়েছেন। এটি আল্লাহর রহমত। তার পালিয়ে যাওয়াটা ভারতীয় সরকার মেনে নিতে পারছে না বলে বাংলাদেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, দেশীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে। এমনকি ভারতের মসজিদের নিচে মন্দির খুঁজে মুসলমানদেরকে নির্যাতন করছে। এভাবে সম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার পায়তারা রয়েছে ভারত সরকার। বাংলাদেশের সীমান্তে হত্যা করে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভারত। বিভিন্ন ধরনের উস্কানিও দিচ্ছে। হাসিনা পালিয়ে গেলেও স্বৈরাচারের দোসরদের প্রতিষ্ঠিত করার জন্য বহুপন্থা অবলম্বন করছে। তা মোকাবেলা করার জন্য বর্তমান অন্তর্বতীকালীন সরকারকে অবিলম্বে নির্বাচনীয় সংস্কারের মাধ্যমে একটি সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা অতি জরুরী। দেশের লক্ষ—কোটি জনতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দোয়া করছেন। অন্যদিকে স্বৈরাচারি হাসিনার গণহত্যাসহ রাষ্ট্রদোহীর বিচার চলছে। আল্লাহর কি লীলা। দেশনেত্রীর জন্য দোয়া করেন। তিনি যেন সুস্থ হয়ে দেশে গণতন্ত্রের হাল ধরে দেশের মানুষের অধিকার ও বাকস্বাধীনতার মুক্তি দিতে পারেন। দেশের উন্নয়নে অতীতের ন্যায় ভবিষ্যতেও ভূমিকা রাখবেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া করা হয়। ২০২৪ এর জুলাই আন্দোলনে এবং ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে ও গণতন্ত্র মুক্তি আন্দোলনে দীর্ঘ অনন্তকাল যারা শহীদ হয়েছেন ও শ্রমিক দলের প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির জন্য দোয়া করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn