সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

জাঁকজমকপূর্ণ কবিতার আসরে পালিত হলো টাঙ্গাইলের তিন কবির জন্মদিন

জাঁকজমকপূর্ণ কবিতার আসরে পালিত হলো টাঙ্গাইলের তিন কবির জন্মদিন

 

” ছড়া শুধুই নয় শিশুতোষ,রয়ও তাতে দ্রোহ ও রোষ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থিরচিত্রে ছড়া পাঠের আসর-১১ অনুষ্ঠিত হলো টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার কাকলী কুন্জে শনিবার সন্ধ্যায় (২৫ জানুয়ারি) । সেই সাথে কেক কেটে ফুলের শুভেচ্ছায় টাঙ্গাইলের তিন জন কবির জন্মদিন পালন করা হয়েছে। বরেণ্য কবি সাহিত্যিকদের সুন্দর এই অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন টাঙ্গাইলের স্বনামধন্য সাংবাদিক খান মোহাম্মদ সালেক । ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এড. খান মোহাম্মদ খালেদ । বিভিন্ন পর্বে অংশ গ্রহনে ছড়াকার সাধন চক্রবর্তী, কবি আবু মাসুম, কবি সালেহ আহমাদ, নাট্যজন মীর নাসিমুল ইসলাম সেলিম, কবি মনিরুন নাহার, অধ্যাপক কবি রেখা আক্তার, কবি- সম্পাদক আযাদ কামাল, ছড়াকার দীপক পাল, ছড়াকার সোহেল সৌকর্য, কবি হায়দার আলী সিদ্দিকী, কবি সোলাইমান আল মনসুর মজনু, কবি মুহাম্মদ ছানোয়ার হোসেন, বাচিকশিল্পী আরিফ আহাম্মেদ, ছড়াকার সাব্বির হোসাইন, বাচিকশিল্পী তাবাচ্ছুম আরেফিন ছন্দা, কবি সৃষ্টি সুহা, কবি মোহাম্মদ ইমাম হাসান সোহান, সাংবাদিক দেলোয়ার হোসেন, কবি লামিয়া আক্তার শিলু, কবি মিফতাহুল জান্নাত অহনা, শিশু ছড়াশিল্পী অহন এবং খন্দকার সামরিনা। আসরে ছড়াকার সাধন চক্রবর্তী, বাচিকশিল্পী তাবাচ্ছুম আরেফিন ছন্দা এবং কবি মোহাম্মদ ইমাম হাসান সোহানের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা ও কবিত্রয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn