শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

জলপাইগুড়িতে ধৃত ৭ বাংলাদেশি নাগরিক 

জলপাইগুড়িতে ধৃত ৭ বাংলাদেশি নাগরিক

 

শুক্রবার (১৭ জানুয়ারি ) রাতে ৭ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ভারতের উত্তরবঙ্গের জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, ওই ৭ বাংলাদেশি নাগরিক বাসে চড়ে কোচবিহারের হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি যাচ্ছিল। তাদের গন্তব্য ছিল শিলিগুড়ি। গোপন সূত্রে খবর পেয়ে তাদের ধরে ফেলে কোতোয়ালি থানার পুলিশ। ধৃতদের বক্তব্য, বাংলাদেশে হিন্দুদের উপর অত‍্যাচার হচ্ছে। তাই প্রাণ বাঁচতেই ভারতে চলে এসেছেন তাঁরা। জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহাল জানিয়েছেন, গোপন সূত্র খবর পেয়ে ওই ৭ জনকে গ্রেফতার করা হয়। তারা কেউই ভারতে প্রবেশের বৈধ নথি দেখতে পরিনি। তাদের  বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ দায়ের করা হয়ে। শনিবার  (১৮ জানুয়ারি ) তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। পুলিশের তরফে জানানো হয়েছে বেআইনি এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে অভিযান জারি থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn