সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

জয়া প্রদাকে কারাদণ্ড ও জরিমানা

বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও সংসদ সদস্য জয়া প্রদাকে পুরনো একটি মামলার জেরে ছ’মাসের কারাদন্ড ও জরিমানা করেছে চেন্নাইয়ের একটি আদালত। শুধু জয়া নয়, এই মামলায় জয়ার দুই ব্যবসায়ীক সহযোগী রাম কুমার এবং রাজা বাবুকেও ওই মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত।
কর্মীদের ইএসআই (এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স) না দেওয়ার অভিযোগে বেশ কয়েক বছর আগে দায়ের করা একটি মামলার রায় দিয়েছে চেন্নাই আদালত। রায়ে অভিনেত্রীকে ৫ হাজার রুপি জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
এক সময় জয় প্রদা ও তার ব্যবসায়িক অংশীদাররা চেন্নাইয়ের একটি সিনেমা হলের মালিক ছিলেন। কিন্তু লোকসানের কারণে কয়েক বছর আগেই হলটি বন্ধ করে দেন তারা।
থিয়েটারের স্টাফরা তাদের বেতন থেকে কেটে নেওয়া ইএসআই পরিশোধ না করায় জয়ার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিলেন। জয়ার সঙ্গে মামলায় আসামি করা হয়েছিল রাম কুমার এবং রাজা বাবু নামের আরো দুইজনকে।
জয়া প্রদা মামলার দায় স্বীকার করে নিয়েছেন এবং থিয়েটার কর্মীদের সমস্ত বকেয়া পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছেন বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছ। অভিনেত্রী মামলাটি খারিজ করার জন্যও আদালতের কাছে আবেদন করেন। তবে, আদালত তার আপিল প্রত্যাখ্যান করে তাকে জরিমানাসহ ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।
সত্তরের দশকে বলিউডে পথচলা শুরু করে আশির দশকে জনপ্রিয়তার শিখরে পৌঁছান জয়া। তেলুগু, তামিল, হিন্দি, কন্নড়, মালয়ালম, মরাঠি থেকে বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn