সোমবার - ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় তল্লাশি অভিযানে বিস্ফোরণে ২ সেনা নিহত 

জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় তল্লাশি অভিযানে বিস্ফোরণে ২ সেনা নিহত

 

জম্মু কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখায় তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণে নিহত হলেন ২ সেনা জওয়ান। আহত হয়েছেন আরও ১ জন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আইইডি বিস্ফোরণ হয়েছে। সেনার হোয়াইট নাইট কোর এই বিস্ফোরণের কথা এক্স করে জানিয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি ) কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর তল্লাশি অভিযানের সময় কারনা এলাকা এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়। সেনা এবং পুলিশের যৌথ বাহিনী কারনা তহসিলের বাড়ি মহল্লায় তল্লাশি চালাচ্ছিল। গোপন সূত্রে তাঁরা খবর পায়, ওই এলাকায় কয়েকজন সন্দেহভাজন অস্ত্র মজুত করছেন। সেই খবর পেয়েই তল্লাশি  অভিযানে যায় যৌথবাহিনী। সেনা সূত্রে প্রকাশ, অভিযানের সময় একে ৪৭ রাইফেল, তাজা কার্তুজ, ম‍্যাগাজিন, সাইগা এমকে রাইফেল সহ প্রচুর বিস্ফোরক উদ্ধার করে। একটি গুদামে লুকিয়ে রাখা ছিল সেই অস্ত্র এবং বিস্ফোরক। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) সে রকমই একটি অভিযানে গিয়েছিল পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। তল্লাশি চলাকালীন আচমকাই বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে নিহত হয়েছেন ২ জওয়ান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn