জম্মু- কাশ্মীরের রাস্তায় ২ পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার
জম্মু- কাশ্মীরের উধমপুরে রহস্যজনকভাবে ২ পুলিশ কর্মীর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল। আত্মহত্যা না কি খুন তা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পরপরই পুলিশের শীর্ষকর্তারা উধমপুরে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন। রবিবার ( ৮ ডিসেম্বর ) সকালে ২ পুলিশ কর্মীর দেহ উদ্ধার হয়। উধমপুর পুলিশ জানিয়েছে, রেম্ভাল থানায় খবর যায় ২ পুলিশ কর্মী সোপোর থেকে এসটিসি তালওয়ারার দিকে যাচ্ছিলেন। গাড়িতে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। জঙ্গি হামলা হয়েছে,.নাকি আত্মহত্যা, তা নিয়েই এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। যদিও পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে করছে। পুলিশ সূত্রে খবর, রবিবার (৮ ডিসেম্বর ) সকাল সাড়ে ৬ টায় উধমপুরের কালীমাতা মন্দিরের কাছে একটি জীপ দাঁড়িয়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁদের সন্দেহ হওয়ায় জিপের সামনে যেতেই চমকে ওঠেন। তাঁরা দেখেন, জিপের ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে ২ পুলিশ কর্মীর দেহ। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে একজন পুলিশের গাড়ির চালক, অন্য জন হেড কনস্টেবল। জানা গেছে, ওই গাড়িতে আরও এক পুলিশ কর্মী ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।