বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

জম্মু ও কাশ্মীরের ডোডার হোটেলের ঘর থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার 

জম্মু ও কাশ্মীরের ডোডার হোটেলের ঘর থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধার

 

জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হল ৩ জনের মৃতদেহ। ডোডা জেলার ভাদেরওয়াহ এলাকার ঘটনা। এসএসপি সন্দ্বীপ মেহতা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, শ্বাসরুদ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের নাম যথাক্রমে মুকেশ সিং, আশুতোষ সিং রানা এবং সানি চৌধুরী। এই ৩ জন রয়েল ইন গেস্ট হাউসে উঠে ছিলেন। দরজায় বারবার কড়া নাড়া সত্ত্বেও, তাঁদের কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি বলে বৃহস্পতিবার (২ জানুয়ারি ) সকালে পুলিশকে জানিয়েছে। তাই দরজা ভেঙে ফেলা হয়। পুলিশ দেখে, ২জন সংজ্ঞাহীন অবস্থায় খাটে পড়ে রয়েছে এবং অপরজন ওয়াশরুমে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এব‍্যাপারে  খতিয়ে দেখছেন এবং তদন্ত অব‍্যাহত রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn