সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬ জন নিহত 

জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬ জন নিহত

 

 

ভয়াবহ অগ্নিকান্ড জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায়। একটি বাড়িতে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল ৬ জনের। মৃতদের মধ‍্যে রয়েছেন একজন প্রাক্তন ডেপুটি পুলিশ সুপারিটেন্ডেন্ট এবং তাঁর ৩ বছরের নাতি। মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) গভীর রাতের এই ঘটনায় শোকের ছায়া গোটা জেলায়। জানা যায়, দুর্ঘটনায় নিহত প্রাক্তন ডিএসপির পরিবার ওই বাড়িতে ভাড়া থাকত। মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) রাত ২টা ৩০ মিনিটে আচমকাই কাঠুয়ার শিবনগরের সেই বাড়িতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে ঘন ধোঁয়ায় ভরে যায় ঘরের ভিতরটা। আর সেই ধোঁয়াতেই ঘুমন্ত অবস্থায় দমবন্ধ হয়ে মারা যান ৬ জন। মোট ১০ জন সেখানে ছিলেন বলে জানা গেছে। বাকি ৪ জনের অবস্থাও সংকটজনক বলে জানিয়েছে পুলিশ। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ব‍্যক্ত করেছেন। পুরো বিষয়টি নিয়ে  প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন তিনি। নিহতদের মধ‍্যে রয়েছেন, প্রাক্তন ডিএসপি অবতার কৃষেণ রায়না(৮১),.তাঁর মেয়ে বরখা রায়না (২৫), নাতি তাকাশ (৩), গঙ্গা ভগৎ (১৭), দানিশ ভগৎ (১৫),আদভিক (৬)। এক পুলিশ আধিকারিক এই তথ‍্য জানিয়েছেন। কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন‍্য পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn