
নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ি উপজেলার ২ নং দাতঁমারা ইউনিয়নের নয়াবাদী বাজারে রাহমাতুল্লিল আলামিন হজ্ব কাফেলা ট্যুরস এন্ড ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন সম্পন্ন হয়।
শনিবার (২৮ অক্টোবর) সকাল দশটায় খতমে কোরআন ও মিলাদ মাহফিলের মাধ্যমে এর শুভ সূচনা হয়। এতে সভাপতিত্ব করেন নাজিরহাট দারুচ্ছুন্নাহ কাদেরিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ জসিম উদ্দিন আল কাদেরী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হজ্ব কাফেলা এন্ড ট্রাভেল ইন্টারন্যাশনাল এর সহকারী পরিচালক মাওলানা মোঃ সৈয়দুল হক ছৈয়দ।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাসনাবাদ আহসানুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ কোরবান আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হারুয়ালছড়ি শান্তিরহাটে অবস্থিত ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মাস্টার মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ সেলিমুল্লাহ, মাওঃ মোহাম্মদ গোলাম কিবরিয়া, মাওলানা মোঃ ইউসুফ, মাওলানা মোঃ আবু তালেব, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আবুল খায়ের, মাওলানা শফিউল আলম, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, আহমদ ছাফা,সেলিম মিস্ত্রি, নাসির, আবুল মনসুর সওদাগর সহ আরো অনেকে।অনুষ্ঠান জুড়ে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন রহমাতুল্লিল আলামিন হজ্ব কাফেলা ট্যুরস এন্ড ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ শাহজালাল ও ইদিলপুর ইসলামিয়া সালামিয়া দাখিল মাদ্রাসার সুপার শায়ের মাওলানা মোঃ শাহ আলম কাদেরী। ইসলামের পাঁচটি খুটিঁর মধ্যে হজ্ব অন্যতম একটি খুঁটি, কিন্তু হাজী সাহেবরা ওমরা নিবন্ধন,পাসপোর্ট, ভিসা প্রসেসিং সহ যাবতীয় কাজে নানা রকম হয়রানির শিকার হয়। এটা কখনো কাম্য নয়। তাই স্বচ্ছতা ও সেবার দিকে নজর দেওয়ার জন্য রহমাতুল্লিল আলামিন হজ্ব কাফেলা ট্যুরস এন্ড ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ শাহজালালকে অনুরোধ করেন আমন্ত্রিত ওলামা মাশায়েখ ও অতিথিবৃন্দরা।