বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

জবাবদিহিতা ও দায়িত্বের তাড়নায় সেবা করার ইচ্ছা করছি : লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান

জবাবদিহিতা ও দায়িত্বের তাড়নায় সেবা করার ইচ্ছা করছি : লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান

আমি আপনাদের-ই সন্তান, ভাই ও বন্ধু–আমার জন্য দোয়া করবেন যেন তৃণমূল জনসাধারণের মুখে হাসি ফোটানোর জন্য অপরাধমুক্ত সুশিক্ষিত সমাজ গড়ার প্রত্যয়ে জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে পারি।
সীতাকুণ্ড উপজেলার ৯নং ভাটিয়ারি ইউনিয়ন মাদামবিবির হাট ৩নং খাদেমপাড়া ওয়ার্ডস্থ হযরত কুতুব আব্বাস শাহ (রাহঃ) জামে মসজিদে গতকাল ১ সেপ্টেম্বর শুক্রবার পবিত্র জুমার খোৎবাপূর্ব বক্তব্যে লায়ন আলহাজ্ব মোহান্মদ ইমরান এ মন্তব্য করেন।
সর্বস্তরের মুসল্লিদের উদ্দেশ্যে তিনি বলেন, খাদেমপাড়া আমার খালার বাড়ি। প্রায় ১৫০ বছরের ঐতিহ্যবাহী হযরত কুতুব আব্বাস শাহ (রাহঃ) জামে মসজিদে উপস্থিত আল্লাহর মেহমান মুসল্লিয়ানি কেরামের কাছে আমি দৃপ্তকণ্ঠে বলতে চাই, ইনশাআল্লাহ্, আমার দ্বারা কারো কোন ক্ষতি হবে না। বরঞ্চ, আমি আশ্বস্ত করতে চাই দল-মত নির্বিশেষে যাঁরা নানাভাবে হয়রানীর শিকার হয়েছেন, তাদেরকে যথাযথ সুবিচার প্রাপ্তির সুযোগ করে দেবো।
খতিব হাফেজ মোহাম্মদ বেলাল হোসেন কাদেরির ইমামতিতে নামাজ শেষে মিলাদ-কিয়াম ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের ব্যক্তিগত পক্ষ থেকে মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়। এ সময় এলাকার মুসল্লিদের সাথে কুশল বিনিময় এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন এবং মরহুম মুরুব্বীদের কবর জিয়ারত করেন।
মুসল্লিবৃন্দের সাথে উপস্থিত ছিলেন হযরত কুতুব আব্বাস শাহ (রাহঃ) জামে মসজিদ কমিটির সভাপতি হাজী মুহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, মসজিদের পেশইমাম মাওলানা নূর মোস্তফা, মতোয়াল্লী ওসমান গণি, কোষাধ্যক্ষ মোহাম্মদ হাজী তোফায়েল, সদস্য লোকমান জাফর আহম্মদ, আলাউদ্দীন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn