শনিবার - ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জন্মদিন উপলক্ষে প্রাবন্ধিক ও গবেষক শাকিল আহমদকে শুভেচ্ছা ও অভিনন্দন

জন্মদিন উপলক্ষে প্রাবন্ধিক ও গবেষক শাকিল আহমদকে শুভেচ্ছা ও

অভিনন্দন

_

আশির দশকের গোড়া থেকে শিল্প—সাহিত্যের অঙ্গনে শাকিল আহমদের পদচারণা। তাঁর সাহিত্য র্চচার প্রথম ধাপটি শুরু হয় সৃজনশীল সাহিত্য কবিতা আর ছোট গল্প লেখার মধ্য দিয়ে। নবম শ্রেনীতে পড়া অবস্থায় ঢাকা থেকে প্রকাশিত শিশু—কিশোর মাসিক পত্রিকা ’নবারুন’ এ প্রথম ছড়া ছাপা হয়। বাঙলা ভাষাও সাহিত্য বিভাগে অধ্যয়ন করতে গিয়ে একসময় তিনি মনোযোগী হন মননশীল সাহিত্য প্রবন্ধের দিকে। সিকি শতাব্দ ধরে প্রবন্ধ ও তুলনামূলক সাহিত্যে কাজ করছেন তিনি।
ইতোমধ্যে প্রকাশিত গবেষণা গ্রন্থ:আনিসুজ্জামান :চট্টগ্রাম পর্ব,(২০২২) ’বাংলাদেশের প্রবন্ধ সাহিত্য পরিপ্রেক্ষিত চট্টগ্রাম’ (২০০৪), বোদ্ধা পাঠক মহলে আলোড়ন জাগিয়েছে। দ্বিতীয় গ্রন্থ: ’মনন— সৃজনের রেখাচিত্র’ (২০০৪), বাঙালি জাতিসত্তা বিকাশে একুশ’, সম্পাদিত ও যৌথ—সম্পাদিত গ্রন্থ: ’বাঙলা উৎসব’ (২০০৬), ’কবি ওহীদুল আলম ও শিক্ষা ও সাহিত্য— সাধনার বরেণ্য পথিক’ (১৯৯৮), ’ইদানিং’ (১৯৯৪), ’অনন্ত’ (১৯৯২), ’পলগ এ্যালবাম’ (১৯৯০),মুক্তিযোদ্বা ফরহাদ হোসেন অলক স্মারক গ্রন্থ ইত্যাদি।
মুক্তিযুদ্ধের সাহিত্য বিষয়ে মূল্যায়নমূলক ধারাবাহিক গবেষনা নিবন্ধ লিখে পাঠক নন্দিত হয়েছেন। প্রবন্ধ সাহিত্যে বিশেষ কৃতিত্বের জন্য পেয়েছেন উদীচী পুরষ্কার। ।
বর্তমানে বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যে যে কজন অত্যন্ত নিষ্টাবান ও গবেষনাধর্মী কাজের মাধেমে সবার নজর কেড়েছেন তাদের মধ্যে চট্টগ্রামের প্রাবন্ধিক শাকিল আহমদ অন্যতম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপক সাহিত্যিক চৌধুরী জহুরল হক, দেশ বরেন্য বুদ্বিজীবী ড. আলাউদ্দিন আল আজাদ ও পিতা— মুক্তিযোদ্বা — শিক্ষাবিদ চৌধুরী আহমদ ছফার অনুপ্রেরনা ও ভালোবাসায় সিক্ত হয়েই মূলত শাকিল আহমদ মননশীল প্রবন্ধ সাহিত্যে নিজেকে মনোনিবেশ করেন।
তিন দশক ধরে প্রবন্ধ ও তুলনামূলক সাহিত্যে কাজ করছেন তিনি। গবেষনা পত্রিকা, বিভিন্ন সাময়িকী, দৈনিক পত্রিকার সাহিত্য সাময়িকী ও সম্পাদকীয় কলামে নিয়মিত লিখছেন তিনি। ইতিমধ্যে প্রকাশিত গবেষণা গ্রন্থ ‘বাংলাদেশের প্রবন্ধ সাহিত্য— পরিপেক্ষি্রত চট্টগ্রাম’(২০০৪) সাহিত্যের—— বোদ্ধা —————পাঠক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। এছাড়া ২০১৪ সালে প্রকাশিত ‘মনন সৃজনের রেখাচিত্র’ গ্রন্থে তিনি নিজেকে একজন শব্দকর্মীর অকৃত্রিম মননাধ্যবসায় রূপে তুলে ধরেছে।
ডক্টর আনিসুজ্জামানের স্মৃতিকথা, মুক্তিযুদ্ধের কথাসাহিত্যিক শওকত ওসমান, আলাউদ্দিন আল আজাদ, জাহানারা ইমাম, হাসান আজিজুল হক, হুমায়ুন আহমেদ, বিপ্রদাশ বড়—য়ার উপন্যাস সমূহের আলোচনা শুধু সাহিত্যের নয় এটি বাঙালি জাতিসত্তার বিকাশে আমাদের চিরায়ত ——————ফুটিয়ে তুলেছেন শাকিল আহমদ। আরো আছে শওকত আলীর যাত্রা, স্বাধীনতা আন্দোলনের ————— দান, রশিদ হায়াদারের ———— মুক্তিযুদ্ধের কতকথা, আরো আছেন শিল্প সাহিত্য শিক্ষা ও মুক্তিসংগ্রামের শুদ্ধতম মানুষ চৌধুরী আহমদ ছফা। শাকিল আহমদ এর এসব প্রবন্ধে আমাদের জাতিসত্তা বিকাশে অসংখ্য —————— ব্যক্ত মানবের প্রতিভা সক্রিয়াতাকে শিল্পের দায়বদ্ধ রূপটি অত্যন্ত সুনিপুনভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
আমার কাছে গ্রন্থের সবচেয়ে আকর্ষণীয় উদ্ধীপক রচনাটি মনে হয়েছে ‘একাত্তরের উত্তাল মার্চ ও চট্টগ্রামে আনিসুজ্জামান’ প্রবন্ধটি ।এতে মুক্তিযুদ্ধের গৌরবগাথাঁ ———পরিপূর্ণ আলোকিত বাঙালির জীবন ও কর্মকে যথার্থভাবে পাঠকের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন লেখক ।অমর একুশে ফেব্রুয়ারির প্রথম কবিতা ভাষা সংগ্রামী মাহবুব উল— আলম চৌধুরীর ‘কাদঁতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’ ঐতিহাসিক কবিতাটির মূলভাবটি নিয়ে যে বিভ্রান্তির অবসান ঘটিয়েছিলেন চৌধুরী জহিরল হক তা মূল্যবান তথ্য উপাত্ত দিয়ে পাঠ সমৃদ্ব করেছেন নিবন্ধকার। গ্রন্থের শেষ অধ্যায়ে আমরা খুঁজে পাই একজন শিকড় সন্ধানী শ্রমলব্ধ গবেষক শিক্ষাবিদ চৌধুরী আহম্মদ ছফাকে। এছাড়া মুক্তিযুদ্ধের গল্প উপন্যাসিকদের জীবন—————————— রচিত প্রবন্ধগুলো দেশের খ্যাতিমান গল্পকার ও উপন্যাসকিরদের জীবন ও সমগ্র সাহিত্য কর্মের সারগর্ভ মূল্যায়ন করতে সক্ষম হয়েছেন লেখক শাকিল আহমদ। গ্রন্থের নান্দনিক প্রচ্ছদ করেছেন —টিপুল—— বড়—য়া। গ্রন্থস্বত্ব ——জেবুন্নেছা—— আকতার, পরিবেশক বাতিঘর চট্টগ্রাম। প্রকাশক আবির —প্রকাুশনের—— মুহম্মদ ——নুরল—— আবসার। একুশে বইমেলা ২০২০ এ প্রকাশিত বইটির মূল্য রাখা হয়েছে দুইশত পঞ্চাশ টাকা । বইটি উৎসর্গ করা হয়েছে। স্বাধীনতা লাভের পঞ্চাশ বর্ষ পদার্পনে ভাষা আন্দোলন ও মুি্ক্ত সংগ্রামের সাথে সম্পৃক্ত এক আলোকিত মানুষ চোধুরী আহমদ ছফার (১৯৩০—২০০৮) তৃতীয় প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধ দেখেনি— সুমি, মাসুদ মাহমুদ, রিমি, তাহী, স্বর্ণা, অনি— প্রয়াস —শৈলী, ঐশী— প্রত্যয় —তাওসিফ ও কথনকে । লেখকের পরিচিতি স্লেপে ছবির ——আলোচিিত্রি——— ডা: হাসপিয়া শৈলী । বরেণ্য শিক্ষাবিদ সাহিত্যিক ড. আলাউদ্দিন আল আজাদ জীবতকালে চট্টগ্রামে শাকিল আহমদকে নতুন প্রজন্মের সাহিত্যতাত্ত্বিক, ——আখ্যায়—— অভিষিক্ত করেছিলেন। তাইতো ডঃ মহীবুল আজিজ যথার্থ অর্থেই বলেছেন আমাদের সাহিত্য জগতে শাকিল আহমদ অপরিচিত নাম নয় । প্রবন্ধের মত একটি—— অমৃতজ—— মাধ্যমে তাঁর কর্মিষ্ঠ ——নিভৃর্তনিবেদন ——পাঠককে করে আশান্বিত । ‘বাঙালি জাতিসত্তা বিকাশে একুশ ও একাত্তর’ গ্রন্থটির বহুল পাঠকপ্রিয়তা কামনা করছি।
বিভিন্ন সাময়িকী, গবেষনা পত্রিকা, দৈনিক পত্রিকার সাহিত্য সাময়িকী ও সম্পাদকীয় কলামে নিয়মিত লিখছেন তিনি। পাশাপাশি শিল্প সাহিত্য বিষয়ক বিভিন্ন সংগঠনের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিন দশকের ও অধিককাল ধরে কলমী সংগঠন ’পলগ’— এর বিভিন্ন উল্লেখযোগ্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি আজীবন সদস্য: চট্টগ্রাম একাডেমি, বাংলাদেশ সাহিত্য পরিষদ, বাঙলা সম্মিলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাঙলা উৎসব চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র পরিষদ ইত্যাদি।

প্রাবন্ধিক শাকিল আহমদ ১৯৬৭ সালের ২১শে জুন জন্মগ্রহণ করেন উত্তর চট্টগ্রামের বৃহত্তর জনপদ ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নের চৌধুরী বাড়ীতে। তাঁর জন্ম—বেড়ে উঠাও শিল্প সাহিত্যের অনুকূল আবহে। বাবা শিক্ষাবিদ সাহিত্যিক চৌধুরী আহমদ ছফা ছিলেন একজন সাদামনের মানুষ। স্ব—স্ব ক্ষেত্রে অধিষ্ঠিত ছয় ভাই বোনের মধ্যে শাকিল আহমদ চতুর্থ। তিনি চট্টগ্রাম কলেজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.এ অনার্স সহ এম.এ ডিগ্রি লাভ করেন। একটি অর্থলগ্নি প্রতিষ্ঠানের কর্মকতা হিসেবে অবসরে তিনি । তাঁর স্ত্রী জেবুন্নেছা আকতার শিক্ষকতা পেশায় নিয়োজিত ও একমাত্র সন্তান তাফসির আহমদ কথন অধ্যয়নরত। ৫৭ তম জন্মদিন উপলক্ষে শাকিল আহমদ কে জানাচ্ছি আন্তরিক

অভিনন্দন

ও শুভেচ্ছা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn