
জঙ্গি সন্দেহে হায়দরাবাদে গ্রেফতার ২
আইএস জঙ্গি সন্দেহে ভারতের হায়দরাবাদ থেকে ২ জনকে গ্রেফতার করেছে তেলেঙ্গানা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক পদার্থ। গোয়েন্দাদের অনুমান, হায়দরাবাদে বড়সড়ো নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল ধৃতদের। এই পরিকল্পনার কথা জেরার মুখে তাঁরা স্বীকার করে নিয়েছেন বলে দাবি তদন্তকারীদের। এই ঘটনার পর শহরজুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। জানা গেছে, ধৃতরা হলেন, সিরাজ- উর- রহমান (২৯) এবং সইদ সমীর (২৮)। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌথ অভিযানে নামে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা পুলিশের গোয়েন্দা বিভাগের কাউন্টার ইন্টেলিজেন্স সেল। প্রথমে অভিযান চালানো হয় অন্ধ্রপ্রদেশের ভিজিয়ামনগরমে। সেখান থেকে গ্রেফতার করা হয় সিরাজউর রহমানকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই দ্বিতীয় অভিযুক্তের সন্ধান মেলে। সমীরকে গ্রেফতার করা হয় হায়দরাবাদ শহর থেকেই। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে অ্যামোনিয়া, সালফার, অ্যালুমিনিয়াম গুড়ো সহ আরও কিছু বিস্ফোরক পদার্থ। জেরার মুখে তাঁরা স্বীকার করেছেন যে, হায়দরাবাদ শহরেই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তাঁদের। তদন্তকারীদের অনুমান, সৌদিআরবের আইএস মডিউলের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। কিভাবে এবং শহরের কোথায় বিস্ফোরণের পরিকল্পনা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর শহরজুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। সাধারণ মানুষকে রাস্তাঘাটে চলাফেরার সময়ে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনের সঙ্গে সহযোগিতার অনুরোধ ও করা হয়েছে জনসাধারণের কাছে।