মঙ্গলবার - ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

জগন্নাথ হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় -এর স্থায়ী কার্যালয় শুভ উদ্ধোধন

ঢাকা মহানগরস্থ পুরানা পল্টন ৩/১ স্কাই ভিউ হেনোলাক্স সেন্টারে জগন্নাথ হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়- এর স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাননীয় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সভাপতিত্ব করেন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মানিত সভাপতি, শ্রী স্বপন কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্মানিত প্রাধ্যক্ষ, অধ্যাপক ড. মিহির লাল সাহা, আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. দূর্গাদাস ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উজাপন পরিষদের সাধারণ সম্পাদক ড. চন্দ্র নাথ পোদ্দার, জগন্নাথ হলের প্রাক্তন উপাধ্যক্ষ ড. অসীম সরকার, পবিত্র গীতা থেকে পাঠ করেন ডি এন চ্যাটারজি,পবিত্র ত্রিপিঠক থেকে মঙ্গল পাঠ করেন মেরুল বাড্ডাস্থ ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ও বুদ্ধিস্ট ফেডারেশন সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, আহবায়ক উদ্ধোধন উপ কমিটি- মিলন কান্তি দত্ত, সদস্য সচিব- বীরেন অধিকারী, পূজা উদযাপন পরিষদ সহ-সভাপতি- জে এল ভৌমিক, বাংলাদেশ আওয়ামী লীগ সদস্য- নির্মল চ্যাটার্জী, সাবেক সাধারণ সম্পাদক শ্রী অজয় দাসগুপ্ত, শ্রী রঞ্জন কর্মকার, শ্রী অনুপম রায়,আ্যডভোকেট তাপস পাল, নিমর্ল রোজারিও, পান্না লাল দত্ত আরো অনেকে উপস্থিত ছিলেন। উদ্ধোধন কালে বক্তারা বলেন, কভিট ১৯টি চলা কালীন সময়ে অনেক অসহায় পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে অনুদান দিয়েছেন, এবং জগন্নাথ হলে অবস্থানরত বড়ুয়া বৌদ্ধ ছাত্র-ছাত্রীদের পূজা অর্চণা করার জন্য একটা ২০/২৫ফুটের বুদ্ধ মূর্তি স্থাপন করা হয়। তাছাড়াও এই অফিসটি ক্রয় ও নির্মাণ করতে প্রায় দেড়কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানা যায়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দুর্নীতি দমন কমিশন, জামালপুর জেলার ডেপুটি ডাইরেক্টর ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মলয় কুমার সাহা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn