বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী

রাজধানীর ধানমন্ডি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শামসুর রহমান (২০) নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় ওই শিক্ষার্থীর কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়।
গতকাল ৭ সেপ্টেম্বর রাতে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছিনতাইয়ের শিকার শামসুর পরিবারের সঙ্গে মিরপুর ২ নম্বর সেকশন এলাকায় থাকেন। তার মা শামসুন্নাহার বেগম জানান, শামসুর রহমান আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পাবলিক হেলথ বিভাগের প্রথম বর্ষে পড়ে। ধানমন্ডির সিটি কলেজের পাশে কম্পিউটার কোর্স করেন। সেখান থেকে বাসায় ফেরার পথে ধানমন্ডি এলাকার কোনো স্থানে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মুঠোফোনটি ছিনিয়ে নেয়।
আরও জানান, আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে এক রিকশাচালক শামসুরকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে পরিবারের লোকজন তাকে রাতে ঢাকা মেডিকেল নিয়ে যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ছুরিকাঘাতে আহত শামসুর রহমানের অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn