বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ছিনতাইকারী আটক

চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে মো. সেলিম (৪১) নামে এক মোবাইল ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সেলিম চট্টগ্রামের আনোয়ারা থানাধীন পরুয়াপাড়া গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে।
আজ ১ সেপ্টেম্বর দুপুরে গ্রেফতার ছিনতাইকারীকে আদালতে পাঠানো হয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় ৩১ আগস্ট) বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সজল শেখ নামের এক গার্মেন্টসকর্মীর মোবাইল ছিনিয়ে নেয় গ্রেফতার সেলিম। ভিকটিমের কাছ থেকে খবর পেয়ে রাতেই সল্টগোলা ক্রসিং আজাদ কলোনির সামনে থেকে ছিনতাইকারী সেলিমকে গ্রেফতার করা হয়। এসময় ছিনতাই করা মোবাইল ও একটি ধারালো টিপ ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn