সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ছাদ থেকে পড়ে মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ির একতলার ছাদ থেকে নিচে পড়ে নেহাল মোল্লা (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল ৭ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে কোতালের বাগ এলাকায় ঘটে এ ঘটনা।
নিহতের বাবা কামাল মোল্লা বলেন, আমি ওই এলাকাতে চা বিক্রি করি। আমার ছেলে মানসিক প্রতিবন্ধী। সে বিকেলে বাসার ছাদে যায়। ওই ছাদে নতুন করে ইট দিয়ে দেওয়াল করা হয়েছে। দেওয়াল ধাক্কা দিলে নিচে পড়ে যায় সে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn