সোমবার - ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

ছাত্র লীগের বক্তৃতা প্রতিযোগিতা

শোকাবহ আগস্ট স্মরণে মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য ‘আমাদের বঙ্গবন্ধু’ শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ১৭ আগস্ট ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে এই প্রতিযোগিতার বিষয়ে জানানো হয়।
বক্তৃতা প্রতিযোগিতায় মাদ্রাসার ষষ্ঠ থেকে আলিম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগীদের সংশ্লিষ্ট বিষয়ে সর্বোচ্চ তিন মিনিটের মৌলিক বক্তৃতার ভিডিও ধারণ করে নিজ ফেসবুক প্রোফাইলে আপলোড করতে হবে। এছাড়াও সম্পূর্ণ নির্দেশনা ছাত্রলীগের ফেসবুক পেজে পাওয়া যাবে। আগামী ২৫ আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে নগদ ১ লাখ টাকা, ল্যাপটপ, বই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরকৃত সনদ ও মেডেল, দ্বিতীয় পুরস্কার হিসেবে নগদ ৫০ হাজার টাকা,ল্যাপটপ, বই, প্রধানমন্ত্রীর স্বাক্ষরকৃত সনদ ও মেডেল, তৃতীয় পুরস্কার হিসেবে নগদ ৩০ হাজার টাকা, ল্যাপটপ, বই, প্রধানমন্ত্রীর স্বাক্ষরকৃত সনদ ও মেডেলসহ প্রথম ১০ জনকে ল্যাপটপ, বই, প্রধানমন্ত্রীর স্বাক্ষরকৃত সনদ ও মেডেল দেয়া হবে।
ছাত্রলীগের মাদ্রাসা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বলেন, আমরা চাই সকল শিক্ষার্থী যেন ছোট থেকেই বঙ্গবন্ধু সম্পর্কে ধারণা রাখে। বঙ্গবন্ধু ও তার আদর্শ সম্পর্কে সে যেন জানতে পারে। ছোট থেকেই যেন সে সচেতন হয়ে উঠে। কোনো অপশক্তি যেন তাকে গ্রাস করতে না পারে। সেজন্যই এমন উদ্যোগ নিয়েছি আমরা। আমার এই পদ টি নতুন সৃষ্টি করা হয়েছে। আমি চাইবো আমার দায়িত্ব যেন যথাযথ পালন কর‍তে পারি। মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে সামনে ছাত্রলীগ আরও ব্যাপকভাবে কাজ করে যাবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn