বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ছাতক পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

ছাতক পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ছাতক থানার পুলিশ এর একটি টিম তাদেরকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, ছাতক থানার তকিপুর গ্রামের জিআর- ১০০/২৪ (দঃ সুঃ) এর আসামী সোনা উল্লাহর পুত্র বাবুল আহমেদ (৪০) এবং ছাতক থানার জিআর- ১১/২৫ এর মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার করা আসামী ছাতক পৌর শহরের শ্যামপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র জাবেদ মিয়া (৩৭).

এছাড়া জাবেদ মিয়ার বিরুদ্ধে গাঁজা বিক্রি, ভারত থেকে আসা অবৈধ চোরাচালানের বিড়ি বিক্রিসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ। আরেক আসামী বাবুল আহমেদ বিরুদ্ধেও রয়েছে নানা অনিয়মের অভিযোগ।

শুক্রবার এসআই তোলা মিয়া, এএসআই আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে শুক্রবার আসামিদের গ্রেফতার করেন।

ছাতক থানার অফিসার ইনচার্জ মো.মোখলেছুর রহমান আকন্দ, আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn