
ছাতকে ৩৯৮ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার
সুনামগঞ্জের ছাতকে এএসইউ’র গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩৯৮ পিস ইয়াবা,১টি বাটন মোবাইল ও ৩ প্যাকেট ইয়াবারসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল ছাতক উপজেলা কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের সমছুলের ছেলে লায়েক (৩৫) এবং একই ইউনিয়নের হরিশপুর গ্রামের আবাপ মিয়ার ছেলে তারেক রহমান (৩৭)। শুক্রবার (২৩ মে ) রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে ছাতক উপজেলা আর্মি ক্যাম্পের আওতাধীন ছাতক বাজার বাস স্টেশনে টইল চলাকালীন সময়ে তাৎক্ষণিক অভিযান পরিচালিত হয়। অভিযানটি নেতৃত্ব দেন ছাতক আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ফারাবি বিন আলী (৫৭ ইবি)। এবং অন্যান্য সদস্যরা। পুলিশ জানায়, অভিযানে গ্রেফতারকৃতদেরকে থানার পুলিশ এস আই মঞ্জুরুল ইসলাম নয়নের কাছে রাত ১১টা ৪৫ মিনিটে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে থানার এস আই মঞ্জুরুল ইসলাম নয়ন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাতক থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।