সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়ার মটুয়া দিয়ে ১৩ জন বাংলাদেশী কে পুশইন করেছে ভারতীয় বিএসএফ

ছাগলনাইয়ার মটুয়া দিয়ে ১৩ জন বাংলাদেশী কে পুশইন করেছে ভারতীয় বিএসএফ

 

ফেনীর ছাগলনাইয়া বিওপি ক্যাম্প এর সীমান্তবর্তী এলাকা ছাগলনাইয়া পৌরসভার মটুয়া দিয়ে ১৩ জন বাংলাদেশী নাগরিক কে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)।শুক্রবার(৩০ মে)গভীর রাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে চোখ বেঁধে বাংলাদেশ ভারতীয় সীমান্তে পুশইন করেছে বিএসএফ।এর মধ্যে সকাল আনুমানিক ৮ টার দিকে বিজিবি গোপন সূত্রে খবর পেয়ে মটুয়া গ্রামের একটি পরিত্যক্ত ঘরে সবাইর একসাথে উপস্থিতি টের পেয়ে বিজিবি আটক করে।তার মধ্যে পুরুষ রয়েছে ৪ জন মহিলা ৩ জন ও শিশু রয়েছে ৬ জন,আটককৃত ব্যক্তিরা সবাই কুড়িগ্রামের বাসিন্দা বলে জানা যায়।এদিকে আটককৃত মোঃ আলতাফ হোসেন নামক একজন জানিয়েছেন তারা ভারতে পরিবারের সবাই কে নিয়ে ভারতের একটি ইট ভাটায় কাজ করতেন।গতকাল ২৯ মে বিএসএফ তাদের আটক করে ছাগলনাইয়া ভারতীয় সীমান্তে চোখ বেঁধে নিয়ে এসে রাতের অন্ধকারে বাংলাদেশে পুশইন করেছে।ফেনী ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা ও ঠিকানা নিশ্চিত করার জন্য ছাগলনাইয়া থানায় সোর্পদের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এই ব্যাপারে স্থানীয় জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn