রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাইকোলা ইউনিয়নে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ছাইকোলা ইউনিয়নে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 

পাবনার চাটমোহর উপজেলা বাংলাদেশ জামায়াত ইসলামি ছাইকোলা ইউনিয়ন শাখার উদ্দোগে বোয়ালমারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা অধ্যাপক আলী আসগর, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এম পি পদপ্রার্থী পাবনা – ৩ আসন ও সাবেক আমীর ভাঙ্গুড়া উপজেলার শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হামিদ, আমীর বাংলাদেশ জামায়াত ইসলামি চাটমোহর উপজেলা শাখা। মোঃ ফজলুর রহমান, বাইতুল মাল সম্পাদক, ট্যাক্সেস ও কর্পোরেট পেশাজিবি ঢাকা মহানগর উত্তর। মোঃ হাবিবুর রহমান সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামি চাটমোহর উপজেলা শাখা। মোঃ মোক্তার হোসেন তারবিয়্যাত সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামি চাটমোহর উপজেলা শাখা। মাওলানা আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ বাংলাদেশ জামায়াত ইসলামি চাটমোহর উপজেলা শাখা। মোঃ আশরাফুল ইসলাম, সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামি ছাইকোলা ইউনিয়ন শাখা। হাফেজ মাওলানা পারভেজ হোসাইন, সেক্রেটারি বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ছাইকোলা ইউনিয়ন শাখাসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। বক্তারা পাবনা ৩ আসনের চাটমোহর, ভাঙ্গুড়া ফরিদপুরের বাংলাদেশ জামায়াত ইসলামির মনোনিত এমপি পদপ্রার্থী মাওলানা অধ্যাপক আলী আজগর সাহেব কে ভোট দিয়ে সংসদে কুরআনের আইন পাশ ও আল কোরআন এর আলোকে রাষ্ট্র গঠন করার জন্য আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান। আলোচনা শেষে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, দোয়ার মধ্য দিয়ে আলোচনা শেষ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn