বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ছত্রপতি শিবাজি বিমানবন্দর ও তাজ হোটেলে বোমা হামলার হুমকি 

ছত্রপতি শিবাজি বিমানবন্দর ও তাজ হোটেলে বোমা হামলার হুমকি

 

ভারতের মহানগরী মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুম্বই পুলিশ জানিয়েছে, হুমকি ইমেলটি মুম্বই বিমানবন্দর পুলিশের অফিসিয়াল ইমেল আইডিতে পাঠানো হয়েছে। শুধু  তাই নয়।তাজমহল  প‍্যালেস হোটেলেও ইমেলের মাধ‍্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। উচ্চপর্যায়ে সতর্কতা জারি করেছে মুম্বই পুলিশে। তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে প্রকাশ, ইমেইলটিতে সন্ত্রাসী আফজল গুরু এবং সাইবাবু শংকরের মৃত‍্যুদন্ডের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে। এই যুক্তি ব‍্যবহার করে। প্রেরক শহরের ২টি হাইপ্রোফাইল জায়গায় হামলার হুমকি দেয় বলে অভিযোগ। ইমেইলটি পাওয়ার পরই তৎপর হয় মুম্বই পুলিশ। নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দর এবং তাজমহল প‍্যালেস হোটেলে চলছে তল্লাশি অভিযান। বম্ব স্কোয়াড, স্নিফার ডগ আনা হয়েছে। যদিও এখনও পর্যন্ত সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি। ইমেইলটি কে করে ছিল, কি উদ্দেশ্যে করছিল সবটাই জানার চেষ্টা চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn