
ছত্তীশগড়ে মাওবাদীদের শক্ত ঘাঁটিতে অভিযানে যৌথবাহিনীর গুলিতে ২৭ জন নিহত
ফের ভারতের ছত্তীশগড়ে মাওবাদী দমন অভিযান। বুধবার (২১ মে) সকালে অবুঝমাঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কমপক্ষে ২৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে খবর। দুগর্ম পাহাড়ি এলাকা অবুঝমাঢ় মাওবাদীদের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, অবুঝমাঢ়ে এক মাওবাদী কমান্ডার আশ্রয় নিয়েছিলেন। গোপন সূত্রে সেই খবর পাওয়ার পরেই রাজ্যের যৌথবাহিনী সেখানে অভিযান চালায়। শুধু নারায়ণপুর নয়, দান্তেওয়াড়া, বিজাপুর এবং কোন্ডাগাঁওতে ও একই সঙ্গে অভিযান চালানো হয়। অবুঝমাঢ় শুধু ছত্তীশগড় নয়, মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে অনেক দূর বিস্তৃত। তবে বেশির ভাগ অংশই নারায়ণপুর জেলার মধ্যেই পড়ে। গত ২১ এপ্রিল থেকে কারেগুট্টা পাহাড় এলাকায় শুরু হয়েছে মাওবাদী দমন অভিযান।
Post Views: ৪৬