
ছত্তিশগড়ে ৪ মাওবাদী কমান্ডার আত্মসমর্পণ
ভারতের ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের ৪ মাওবাদী নেতা আত্মসমর্পণ করল। নাশকতা সহ ৪০টির ও বেশি গুরুতর ফৌজদারি মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। মাথার দাম ছিল ৩২ লক্ষ টাকা। বুধবার ( ১৫ জানুয়ারি ) নারায়ণপুর জেলার পুলিশ সুপার প্রভাত কুমারের উপস্থিতিতে আত্মসমর্পণ করে ৪ মাওবাদী। এদের মধ্যে গান্ধী তাঁতি (৩৫) ওরফে আরব ওরফে কমলেশ এবং মাইনু (৩৫) ওরফে হেমলাল কোররাম মাওবাদীদের বস্তার বিভাগীয় কমিটির সদস্য। অন্য ২ মাওবাদী গেরিলা হলেন রঞ্জিত লেকামি(.৩০) ওরফে অর্জুন এবং তাঁর স্ত্রী খুশি ওরফে কাজল। পুলিশ সুপার প্রভাত কুমার দাবি করেন, এই সাফল্য ছত্তিশগড় ” নিয়া নার নিয়া পুলিশ ” ( আমাদের গ্রাম, আমাদের পুলিশ ) এর। তিনি দাবি করেন, ভবিষ্যতে আরও নকশালপন্থী নেতা-নেত্রীরা তাঁদের ডাকে সাড়া দিয়ে সমাজের মূল স্রোতে ফিরবেন।
উল্লেখ্য, গত বছর বস্তার ডিভিশনের ৭টি জেলায় মোট ৭৯২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন।