শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

ছত্তিশগড়ে মাওবাদী হানায় আইইডি বিস্ফোরণে ১ শ্রমিক নিহত 

ছত্তিশগড়ে মাওবাদী হানায় আইইডি বিস্ফোরণে ১ শ্রমিক নিহত

 

 

ভারতের ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে আবার ও মাওবাদীদের হানা। এবার তাদের নিশানায় আকরিক লোহার খনি। শুক্রবার (৭ মার্চ) সকালে ওই নাশকতার ঘটনায় ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১জন। পুলিশ জানিয়েছে, রাজধানী রায়পুর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে ছোটেডোঙ্গার থানা এলাকার পাহাড় জঙ্গল ঘেরা আমদাই ঘাটি লৌহ খনিতে শুক্রবার (৭ মার্চ) সকাল ১১টা১৫ মিনিটে বিস্ফোরণ ঘটে। একটি বেসরকারি সংস্থার মালিকাধীন ওই খনিতে মাওবাদীদের পেতে রাখা আইইডি এর সংস্পর্শে আসার ফলেই ওই বিস্ফোরণ বলে পুলিশের দাবি। আহত শ্রমিক দিলীপকুমার বাঘেল এবং হরেন্দ্র নাগকে ছোটেডোঙ্গারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালীন দিলীপের মৃত্যু হয়। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পাহাড়ি এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn